সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :
ভোক্তা-অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০২১-২০২২ অর্থবছরে ১০,৩৩০ টি, ২০২২-২০২৩ অর্থবছরে ১০,৩৩০ টি এবং ২০২৩-২০২৪ অর্থবছরে ১০,০০০ টি লিফলেট, প্যাম্ফলেট ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে পিরোজপুর জেলায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর অধীনে পিরোজপুর জেলা কার্যালয়ের তদারকি টিম ২০২১-২০২২ অর্থবছরে ৮৯ টি বাজার তদারকির মাধ্যমে ১০,৮৮,৫০০ (দশ লক্ষ আটাশি হাজার পাঁচশত) টাকা; ২০২২-২০২৩ অর্থবছরে ১৪৩ টি বাজার তদারকির মাধ্যমে ১৩,৪৪,৫০০ (তের লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা এবং ২০২৩-২০২৪ অর্থবছরের ১২৬টি বাজার তদারকির মাধ্যমে ১৫,২১,০০০ (পনের লক্ষ একুশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থবছরে প্রাপ্ত অভিযোগ শতভাগ নিষ্পত্তি করা হয়েছে। ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ প্রচারের লক্ষ্যে পিরোজপুর জেলা ও উপজেলা পর্যায়ে সেমিনার আয়োজন করা হয়েছে। অধিকন্তু পিরোজপুর জেলা ও উপজেলা পর্যায় প্রতিবছর ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS